• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোটের মাধ্যমে জনগণ পছন্দের সরকারকে বেছে নেবে : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:১৮

শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতায় না আসতে পারলেও সমস্যা নেই। আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণ তাদের পছন্দের সরকারকে ভোটের মাধ্যমে বেছে নেবে।’

বুধবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই’র সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের প্রধান লক্ষ্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কী পেলাম না পেলাম সেটা নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি বাংলাদেশের মানুষের জন্য কী করে গেলাম, কী রেখে গেলাম। কীভাবে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন হয় সেদিকে লক্ষ রাখা।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। আমরা চাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যেনতেনভাবে নয়, জনগণের ভোটেই আবার ক্ষমতায় আসতে চাই। নির্বাচনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেজন্য সবার সাহায্য চাই।’

এ সময় সম্মেলনে উপস্থিত আছেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রবীণ ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, রোকেয়া আফজাল হোসেন, মীর নাসির হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড