• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বান্ধব সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ এর কর্মসূচি পালন

  অধিকার ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১

বিজয় দিবস
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এবং মো: মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম (ছবি: দৈনিক অধিকার)

মহান মুক্তিযুদ্ধে বিজিবি'র সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান বলেন, 'দেশের স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধে বিজিবি'র ৮১৭ জন বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন। তাদের ত্যাগের প্রতি জানাই শ্রদ্ধা।'

'মহান বিজয় দিবস-২০১৮' উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, 'বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বান্ধব সরকার।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিবি মহা পরিচালক মো: মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি।

বিজয় দিবসে বিজিবি নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সকল রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটসমূহে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

দিবসের কর্মসূচি অনুযায়ী বিজিবি'র সকল ইউনিট মসজিদে ফজর নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত, জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিজিবি'র উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

সকাল ৬টা ১০ মিনিটে বাহিনীর সদর দপ্তরসহ সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭টা ৩০ ঘটিকায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি পিলখানায় 'সীমান্ত গৌরব' স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবি মহাপরিচালক, সকল কর্মকর্তা ও বিজিবি'র একটি সুসজ্জিত দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন।

দুপুর ১২টায় পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি'র খেতাবপ্রাপ্ত ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৭ জন বীর প্রতীক/ তাদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সারাদেশে বিজিবি'র সকল ইউনিটে প্রীতিভোজের আয়োজন, বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ এবং বিজিবি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং বিজিবি জাদুঘর সর্বস্তরের শিশুদের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

বিজিবি সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভবন/ স্থাপনা ও গেইটে আলোকসজ্জা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড