• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনী পরিবেশ যেন উত্তপ্ত না হয় : সিইসি

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:২২

সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা (ছবি : সংগৃহীত)

একাদশ জাতীয় নির্বাচনে ভোটের যে উত্তাপ ছড়িয়েছে তা যেন উত্তপ্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানা তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে, উত্তাপের এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে। সে কারণে আমাদের এই আয়োজন।’

এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নুরুল হুদা বলেন, ‘আমাদের কাজ শুধু ৩০ তারিখ। সেদিন ভোট হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা, যেন কোনো সংঘাত না হয়, ভুল বোঝাবুঝি না হয়। সবাই যেন নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন, সেটা বুঝিয়ে দেওয়া। এটাই আমাদের উদ্দেশ্য।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে সহিংসতার সৃষ্টির আগের অবস্থানে আপনারা অবস্থান করবেন। কেউ যেন কোনো ধরনের সহিংসতার প্রস্তুতি না নিতে পারে। সেটাই যথেষ্ট। সেখানে তড়িৎগতিতে আপনাদের উপস্থিতি, সারাদেশে নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখবে। ওটা খুবই গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড