• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ৯ জানুয়ারি  

  অধিকার ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ছবি : সংগৃহীত)

পহেলা জানুয়ারির পরিবর্তে এবার ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ৯ জানুয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে মেলা রাজধানীর শেরেবাংলা নগরের অস্থায়ী মাঠে অনুষ্ঠিত হবে। এবার বাণিজ্য মেলার প্রধান ফটক তৈরি করা হবে মেট্রোরেলের আদলে।

এ বিষয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯-এর সদস্য সচিব মো. আবদুর রউফ বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। তাই এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে।

তিনি জানান, ইতিমধ্যে স্টল বরাদ্দের কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে আবেদন করেছে। এতে দেখা যাচ্ছে গতবারের তুলনায় এবার বিদেশিদের আগ্রহ অনেক বেড়েছে।

রউফ বলেন, এবারের বাণিজ্য মেলাকে আরও দৃষ্টিনন্দন করতে প্রধান গেট করা হবে মেট্রোরেলের আদলে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের থিম থাকবে মেলাজুড়ে। ৩১ ডিসেম্বরের মধ্যে মেলার মাঠের সব প্রস্তুতি শেষ হবে। উদ্বোধন করা হবে ৯ জানুয়ারি। তবে মেলা আনুষ্ঠানিকভাবে কে উদ্বোধন করবে, তা এখনও ঠিক হয়নি।

মো. আবদুর রউফ বলেন, রফতানি বাণিজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়। তবে দেশি পণ্যের স্থানীয় ক্রেতা বাড়ানোর কৌশলও মেলার লক্ষ্য। এবারের মেলায় ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, হংকংসহ মোট ৪৩টি দেশ তাদের পণ্য বিক্রি ও প্রদর্শনের জন্য অংশ নিতে আবেদন করেছে। এ ছাড়া মেলায় দেশি-বিদেশি মিলে সাড়ে ৫শ’ প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন থাকবে। নতুন ৪-৫টি প্রতিষ্ঠান আবেদন করেছে। আর মেলায় একক দেশকে প্রাধান্য দেয়া হবে।

ইপিবি সূত্রে জানা গেছে, মেলায় থাকছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক ও পর্যাপ্ত এটিএম বুথ। থাকছে রেডিমেড গার্মেন্ট পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য। আরও থাকবে তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। থাকবে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণসামগ্রী ও ফার্নিচারের স্টল।

ইপিবি সূত্রে আরও জানা যায়, মেলায় সংরক্ষিত মহিলা স্টল থাকবে ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, বিদেশি প্রিমিয়াম স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি ও ফুড স্টল ২২টি। এ পর্যন্ত ৫২১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে মেলা সংশ্লিষ্টরা জানান, এবারের মেলায় ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। মেলার প্রধান ফটকেও আসবে পরিবর্তন। এ ছাড়া মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য খোলামেলা রাখা হবে। যাতে পরিবার ও পরিজনদের নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারে। আর মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক করা হবে। থাকবে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি)। যার মাধ্যমে ক্রেতা-দর্শনার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন অতি সহজে খুঁজে বের করতে পারবে।

এ ছাড়া মেলায় কোনো সাপ্তাহিক ছুটি রাখা হবে না। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। টিকিটের মূল্য এখনও ঠিক হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড