• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

  অধিকার ডেস্ক    ২১ নভেম্বর ২০১৮, ০৯:২৩

ঈদে মিলাদুন্নবী
ছবি : প্রতীকী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ (বুধবার)। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন। মুসলিম সম্প্রদায়ের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে।

আজ থেকে ১ হাজার ৪৪৮ বছর আগের ১২ রবিউল আউয়াল (৫৭০ খ্রিস্টাব্দে) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই তিনি মৃত্যুবরণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটির তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। এসবের মধ্যে রয়েছে- মহানবী (সা.) এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ধর্মীয় শোভাযাত্রা। এছাড়া বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড