• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনে পর্যবেক্ষকরা ছবি তুলতে পারবেন না : ইসি সচিব

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১২:০৬

হেলালুদ্দীন  আহমদ
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ (ফাইল ছবি)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকরা ছবি তুলতে বা পরামর্শ দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কমিশন সচিব বলেন, 'রাজনৈতিক দলের কোনো সদস্য পর্যবেক্ষক হতে পারবেন না। নির্বাচনে দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের গাফিলতি পেলে নিবন্ধন বাতিল করা হবে।'

তিনি বলেন, 'এমন কোনো কাজ পর্যবেক্ষকরা করতে পারবেন না, যা নির্বাচনের নীতিমালায় নেই। নির্বাচনী দায়িত্ব পালনের সময় একজন পর্যবেক্ষক কোনো গোপন তথ্য দিতে পারবেন না।'

হেলালুদ্দীন আহমদ বলেন, 'ভোট নিয়ে কোনো কেন্দ্রে যদি অনিয়ম হয়, আর সেটা পর্যবেক্ষকদের নজরে আসে, তবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করতে পারবেন। কিন্তু ওই সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা যাবে না।'

পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি বলেন, 'পর্যবেক্ষক কোনো লাইভ সম্প্রচারে অংশ নিতে পারবেন না। পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনো মন্তব্য তিনি করবেন না।'

ইসি অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড