• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনী প্রচার সামগ্রী সরাতে হবে আজই

  অধিকার ডেস্ক    ১৮ নভেম্বর ২০১৮, ১২:২৯

নির্বাচনী প্রচার সামগ্রী সরানো হচ্ছে

আজই শেষ হচ্ছে নির্বাচনী ব্যানার, বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন সামগ্রী অপসারণের সময়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রবিবার (১৮ নভেম্বর) মধ্যরাতের মধ্যে এসব প্রচার সামগ্রী নিজ নিজ প্রার্থীকে সরিয়ে নিতে হবে। এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকেও এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারাদেশে দলীয় নেতাকর্মীরা দল বেঁধে পোস্টার, ব্যানার অপসারণ করছে। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে অনেক এলাকায় নতুন করে পোস্টার লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অনেক পুরনো পোস্টারও বিভিন্ন এলাকায় সাঁটানো রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রচার সামগ্রী হবে সাদাকালো। এছাড়া ভোটের নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো ধরনের প্রচার চালানো যাবে না।

উল্লেখ্য,৮ নভেম্বরের তফসিল অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ করতে বলা হয়। তবে পুনঃতফসিল অনুযায়ী সময় বাড়িয়ে বাড়িয়ে ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরও কেউ প্রচার সামগ্রী অপসারণ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসি। নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

এছাড়া এরই মধ্যে নির্বাচনকে ঘিরে প্রায় সব দলই তাদের মনোনয়ন বিক্রি শেষ করেছে। রাজধানী সহ সারাদেশেই দেখা গেছে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের পোস্টার ও ব্যানারের সংখ্যাই বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড