• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনের পর ইজতেমার তারিখ নির্ধারণ : স্বরাষ্ট্রমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১৬ নভেম্বর ২০১৮, ০৪:২৬

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। (ফাইল ছবি)

নির্বাচনের তফসিলের কারণে সব ধরনের জামায়াত নিষিদ্ধ এবং দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকার কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য এবারের বিশ্ব ইজতেমার তারিখ নির্বাচনের পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এর আগে একই দিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলীগ জামায়াতের দুই পক্ষ এবং বেশ কয়েকজন আলেম ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এবারের বিশ্ব ইজতেমাকে স্থগিত করা হয়।

সে সময় নির্বাচনের কথা বিবেচনা করে ইজতেমার তারিখ চূড়ান্ত না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়ে হলে ইজতেমা করা যাবে। তা না হলে হয়তো ইজতেমা পেছানো লাগতে পারে। নির্বাচনের তারিখ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। আর তাই ইজতেমার তারিখ চূড়ান্ত বলে ঘোষণা না করাই ভালো।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড