• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ে পানি সংকট, বিদ্যুৎ উৎপাদন কমে মাত্র ৩০ মেগাওয়াট

  অধিকার ডেস্ক

২৮ মার্চ ২০২৪, ১৩:২১
কাপ্তাই

তলদেশ ভরাট হওয়ায় কাপ্তাই লেকে পানি সংকট চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি ও পলি জমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। পানির অভাবে বন্ধ হয়ে গেছে ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট। ১টি ইউনিট থেকে দৈনিক মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৯০ ফুট মিন সী লেভেল (এমএসএল)। কিন্তু পানি রয়েছে ৮০ ফুট এমএসএল। অর্থাৎ রুলকার্ভের পরিমাপ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে প্রায় ১০ ফুট পানি কম রয়েছে।

জানা যায়, ৫টি ইউনিট চালু থাকলে কেন্দ্রে প্রতিদিন ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ৫টি ইউনিট উৎপাদনে সক্ষম হলেও পানির অভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

কাপ্তাই লেকে সহসা ভারী বৃষ্টিপাত না হলে পানি বাড়ারও সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে পানি স্বল্পতায় দিনদিন কমছে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ। প্রসঙ্গত, কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির পরিমাণ ৬৮ এমএসএলে নেমে গেলে তাকে বিপদজ্জনক অবস্থা হিসেবে ধরা হয়। তখন কেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড