• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ থেকে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

  অধিকার ডেস্ক    ২৬ অক্টোবর ২০১৮, ১৪:২৪

জাহাজ
সেন্ট মার্টিনগামী জাহাজ (ছবি : সংগৃহীত)

দীর্ঘ ছয়মাসেরও বেশি বন্ধ থাকার পর ফের এ মৌসুমে প্রথম সেন্ট মার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ।

শুক্রবার (২৬ অক্টোবর) টেকনাফ-সেন্ট মার্টিন রুটে এ জাহাজ চলাচল শুরু হয়। সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কেয়ারি ক্রজ অ্যান্ড ডাইন ও বে-ক্রজ নামের দু’টি জাহাজ প্রায় পাঁচশ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। বিকেল ৩টায় ছেড়ে জাহাজ দুটি সন্ধ্যায় টেকনাফ পৌঁছাবে।

পর্যটন মৌসুমে অর্থাৎ অক্টোবরের শেষ দিকে টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন। এপ্রিল এলেই বন্ধ হয়ে যায় জাহাজ। তবে লঘুচাপ-নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকলে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টোয়াক বাংলাদেশ) প্রতিষ্ঠাতা সভাপতি এসএম কিবরিয়া খান গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় তিতলির পর থেকে গত নয়দিন ধরে বঙ্গোপসাগর শান্ত রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে টেকনাফ-সেন্ট মার্টিন জলপথে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। মৌসুমে প্রথম সেন্ট মার্টিনের উদ্দেশে দুটি জাহাজ ছেড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড