• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুন্দাই থেকে ১০টি রেল ইঞ্জিন কিনছে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ১৭ মে ২০১৮, ১৭:৫৪

দক্ষিণ কোরিয়া থেকে ১০টি মিটার গেজ রেল ইঞ্জিন কিনবে সরকার। কোরিয়ার প্রতিষ্ঠান হুন্দাই রোটেম কোম্পানি ইঞ্জিনগুলো বাংলাদেশকে আগামী দুই বছরের মধ্যে সরবরাহ করবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে বাংলাদেশ ও কোরিয়ার মধ্য এ সংক্রান্ত চুক্তি হয়। এসময় বাংলাদেশের পক্ষে স্বাক্ষ করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামসুজ্জামান ও হুন্দাই রোটেমের পরিচালক (গ্লোবাল রেল গ্রুপ টু-এশিয়া) কাওয়াং কুইং উন।

চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক ।

রেলমন্ত্রী তার ভাষণে বলেন, ইঞ্জিনের অভাবে অনেক রেল চালাতে সমস্যা হচ্ছে। কোচেরও অভাব আছে। আমরা বিভিন্ন সময়ে ৪৬টি ইঞ্জিন এনেছি। আজকে চুক্তি অনুযায়ী এডিবির অর্থায়নে আরও ১০টি ইঞ্জিন রেল বহরে আসবে।’

তিনি আরও বলেন, টেন্ডার ফাইন্যান্সের অধীনে আরও ৭০টি রেল ইঞ্জিন আনবো। গতকাল ক্রয় কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন পেয়েছি। কোরিয়ার অর্থায়নে আরও ২০টি লোকমোমেটিভ পাব, সেটিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ৪০টি লোকোমোটিভ পাবো এডিবির অর্থায়নে।’

হুন্দাইয়ের প্রতিনিধির উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের তাড়াতাড়ি দরকার, আমি হুন্দাইকে আগামী ৬ মাসের মধ্যে পাঁচটি বা কিছু লোকোমোটিভ সরবরাহের অনুরোধ করছি।’

২৯৭ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা ব্যয়ের এ প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও সরকার অর্থায়ন করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড