• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ থেকে রাজধানীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর

  নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০২১, ১০:৫৮
হাফ ভাড়া
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন (ছবি : সংগৃহীত)

রাজধানী ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হচ্ছে আজ বুধবার (০১ ডিসেম্বর) থেকে। পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে শিক্ষার্থীদের এই হাফ ভাড়ার সুযোগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঢাকার অভ্যন্তরীণ গণপরিবহনে শিক্ষার্থীদের ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দেন।

এ বিষয়ে গত ২৯ নভেম্বর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শ্রমিক ইউনিয়নগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ১ ডিসেম্বর থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। এসব শর্তের মধ্যে রয়েছে- হাফ ভাড়া দেওয়ার সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র শিক্ষার্থীদের দেখাতে হবে।

সকাল ৭টা থেকে রাতের ৮টা পর্যন্ত হাফ পাসের সুবিধা পাবেন তারা। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এই সুবিধা থাকবে না।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই-আগস্ট মাসে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা আন্দোলন করে। সেসময় তারা ৯টি দাবি জানান যার মধ্যে হাফ ভাড়া নেওয়ার দাবি একটি। এ দাবি বাস্তবায়নে বাধা ছিলেন বেসরকারি বাস মালিক নেতারা। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিআরটিসিও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

সম্প্রতি আবারও শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে নামেন। তাদের টানা আন্দোলনের চাপে কার্যকর হচ্ছে দাবিটি। তবে শিক্ষার্থীরা শুধু ঢাকা মহানগরী নয়, সারা দেশে সব বাসে হাফ ভাড়া চালু করার দাবি জানিয়েছেন।

এ দিকে, সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ২৫ নভেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড