• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪-৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন 

  নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২১, ১৪:৩৬
বিশ্ব শান্তি সম্মেলন
বিশ্ব শান্তি সম্মেলন (ছবি: সংগৃহীত)

আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৯১টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

এ দিন বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে টি-১০ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মোমেন বলেন, আমরা সারাবিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই। সে কারণে ঢাকায় আগামী ৪-৫ ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ৯১টি দেশের মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, শিল্পী ও সাহিত্যিকরা অংশ নেবেন। আমরা বিশ্বের কোথাও হিংসা, বিদ্বেষ চাই না। শান্তি চাই।

প্রীতি ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, মহাপরিচালক মেহেদী হাসান, চলচ্চিত্র শিল্পী রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, মিম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত : চালকের পর হেলপার আটক

সাবেক ক্রিকেটার ও অভিনয় শিল্পীদের সমন্বয়ে টিম ইউনিটি এবং টিম হারমনি নামে দুটি দল প্রীতি ম্যাচে অংশ নেয়।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড