• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে চায় নেদারল্যান্ডস

  নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২১, ১৮:০৮
কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক (ফাইল ফটো)

বাংলাদেশ থেকে তাজা শাকসবজি ও ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। চলতি মাসে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেদারল্যান্ডসে সফরে এই আগ্রহ ব্যক্ত করে দেশটি।

বুধবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নেদারল্যান্ডস সফরের বিষয়ে সাংবাদিকের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফল প্রক্রিয়াজাত, কৃষিপণ্য রফতানি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৯ থেকে ১৮ নভেম্বরের এই সফর ফলপ্রসূ হয়েছে। তারা বাংলাদেশের শাক-সবজি ও ফল আমদানি করতে চায়।

তিনি বলেন, আমরা কৃষিকে লাভজনক ও এর বাণিজ্যিকীকরণ করতে চাই। সেটা করতে হলে রফতানি বাড়াতে হবে। কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বিস্তৃত করতে হবে। এতে উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। এই উদ্দেশে সামনে রেখেই আমরা সফর করেছি।

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল: জাফরুল্লাহ

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তামাক উৎপাদন নিরুৎসাহিত করতে চাই। কিন্তু জাপান তামাক খাতে বিনিয়োগে আগ্রহী। আমরা জাপানের সঙ্গে কথা বলছি। তবে আমাদের রাষ্ট্রীয় পলিসি অনুসারে আমরা ধীরে ধীরে তামাকপণ্য বিলুপ্ত করে দেবো।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড