• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ থেকে ভোরের সঙ্গী হবে কুয়াশা

  নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২১, ১০:২৮
কুয়াশা
ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর (ছবি : অধিকার)

কয়েকদিন ধরেই শীত নামতে শুরু করেছে। দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ বেশি। সারা দেশে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতে তাপমাত্রা কমে যায়। মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের কিছু এলাকায় কয়েকদিন ধরে কুয়াশার মতো দেখা গেলেও তা কুয়াশা নয়। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই ধোঁয়াশার সৃষ্টি হতো। তবে মৌসুমের কুয়াশা এখন থেকে প্রকৃত অর্থেই পড়া শুরু হবে।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড