• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

একশোর নিচে নামলো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

  নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২১, ১৮:০৩
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। (ছবি: সংগৃহীত)

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় ১০০ জনের নিচে নামলো। এ সময়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ঢাকাতেই ৭০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৫১৭ জন। তাদের ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ৭২ জনের মধ্য ঢাকায় সরকারি হাসপাতালে ৪১ জন ও বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন দুইজন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ২০১ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৫৪৬ জন ভর্তি হন।

আরও পড়ুন : করোনায় ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যু

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ৯৮ জন। মারা যাওয়া ৯৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড