• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলে গেলেন ‘গরিবের আইনজীবী’ বাসেত মজুমদার

  নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২১, ০৯:৫২
বাসেত মজুমদার
বাসেত মজুমদার (ফাইল ছবি)

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রবীণ এ আইনজীবীর মৃত্যুতে আদালত প্রাঙ্গণে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত বাসেত মজুমদার প্রায় আড়াই মাস থেকে শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

গরিবের আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন বাসেত মজুমদার। দুঃস্থ আইনজীবীদের জন্য নিজের নামে ট্রাস্ট ফান্ড গঠন করেন তিনি। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এই ফান্ড থেকে অর্থ সহায়তা দেওয়া হয়।

আইন পেশায় দীর্ঘ ৫৬ বছর যুক্ত ছিলেন তিনি। ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক।

জানাজা শেষে তাকে দাফন করা হবে গ্রামের বাড়ি কুমিল্লায়।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড