• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা : সমবায় মন্ত্রী

  এম মোবারক হোসাইন, পঞ্চগড়

২৩ অক্টোবর ২০২১, ০৯:৪৫
ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা : স্থানীয় সরকার মন্ত্রী
পথ সভা (ছবি : দৈনিক অধিকার)

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। তারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকালে পঞ্চগড় বোদা পৌরসভায় এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে হিন্দু , মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা সমান ভাবে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। শেখ হাসিনার শাসনামলে জাতিগত কোনো ভেদাভেদ নেই৷ দলমত নির্বিশেষে সকলেই আমরা দেশের জন্য কাজ করব।

এ সময় বোদা পৌরসভা চত্বরে পথ সভায় পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্ব করেন।

পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোদা আ'লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রমুখ।

আরও পড়ুন : পুত্রবধুর সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির মৃত্যু

পরে উপজেলার ময়দনাদিঘী ইউনিয়নের মনিরামজোত এলাকার সাবেক ছিটমল পুঠিমারীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন মন্ত্রীদ্বয় এবং পরে তারা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়া দেন।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড