• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষিকা আটক

  নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২১, ১৫:৩৩
অধিকার
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকার (ছবি : সংগ্রহীত)

সম্প্রতি সারা দেশে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে বুধবার (২০ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুমা সরকার ফেসবুকে অনেক আগের একটি ভিডিয়ো ফেসবুকে ভাইরাল করেছেন। যা অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে এই ভিডিয়োর কোনো মিল নেই। এছাড়াও ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন তিনি। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এ জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন : তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দিয়েছে ভারত, রেড অ্যালার্ট জারি

মামলা করা হবে কি-না এ বিষয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এখনই তা বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড