• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আরও ২৩ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২১, ১৭:৫২
করোনার নমুনা পরীক্ষা
করোনার নমুনা পরীক্ষা (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৯৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭০৮। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

আরও পড়ুন : অনিয়ম করে অবসরে গেলেও ছাড় নয়: প্রধানমন্ত্রী

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৪৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ২৫ হাজার ১৪৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৩৪২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড