• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

  নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭
করোনার নমুনা সংগ্রহ
করোনার নমুনা সংগ্রহ (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। গত ১১৯ দিনের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।

আরও পড়ুন : কিশোর গ্যাং নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে: আইজিপি

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৯ লাখ ৮০ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার ১২৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৩৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড