• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা শনাক্তের হার ৪ শতাংশে নামল

  নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১
সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি
করোনা সংক্রমণ থেকে রক্ষায় সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি (ছবি: সংগৃহীত)

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

আরও পড়ুন : এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৯৯ লাখ ২১ হাজার ২৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭ লাখ ১৫ হাজার ৬৭৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ৩৭৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৭৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড