• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোট বিবেচনায় রাজধানীতে বাড়তি নিরাপত্তা 

  নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২০, ১৮:৩০
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (সংগৃহীত)

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ঢাকার নির্বাচনে অপ্রীতিকর কোনও ঘটনার আশঙ্কা নেই। তারপরও রাজধানী শহরের ভোট অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আগামী শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৫ এবং ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পাবনা ও ফরিদপুরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ঢাকার উপনির্বাচনে এ ধরনের আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে সচিব বলেন, এখনও পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটনার কোনও আশঙ্কা দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আশ্বস্ত করে গেছেন এ ধরনের কোনও ঘটনা ঘটবে না। এ বিষয়ে তারা সজাগ আছেন। আমরা আশা করি, এখানে এ ধরনের কোনও ঘটনা ঘটবে না।

তিনি বলেন, নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা তো নেওয়াই হয়। আর যেহেতু ঢাকা রাজধানী, এখানে সব এলাকার মানুষের আসা-যাওয়া আছে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড