• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেখানে অপকর্ম-দুর্নীতি সেখানেই ব্যবস্থা

  নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

সরকারের দুর্নীতিবিরোধী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও অবস্থায় যেখানেই দুর্নীতি, যেখানেই অপকর্ম- সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এক সভায় এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, পত্রিকায় দেখলাম দুর্নীতিবিরোধী অভিযান নাকি বন্ধ হয়ে গেছে। একথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতিবিরোধী, অনিয়ম-অপকর্ম বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও অবস্থায় যেখানেই দুর্নীতি, যেখানেই অপকর্ম- সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিষয়টি তদারক করছেন।

এ অভিযান চলবে। এমনকি আমাদের দলের অভ্যন্তরেও যদি অনিয়ম করে, অপকর্ম করে সেটাও প্রধানমন্ত্রীর নজরের বাইরে নেই। সবকিছুই প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। কেউই অপকর্ম করে রেহাই পাবেন না। তা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই।

কাদের উন্নয়ন প্রকল্পে সংশ্লিষ্টদের কাজে আরও যত্নবান হওয়ার নির্দেশনা দিয়ে বলেন, কাজে আরও সিরিয়াসনেস প্রদর্শন করতে হবে। জাইকা সহায়তা প্রকল্পের কাজ শুরুতে একটু দেরি হলেও তা সময় মতো কোনও কোনও ক্ষেত্রে সময়ের আগেই শেষ হয় কাজ হয় এবং কোয়ালিটি কাজ হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড