• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নাই

  নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট ২০২০, ০৮:৩৭
জুনাইদ আহমেদ পলক
জুনাইদ আহমেদ পলক (ফাইল ফটো)

বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নাই। তাঁর আদর্শের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব আদর্শের সৈনিকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

রবিবার বিকালে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদ সবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, করোনা সংক্রমণের মধ্যেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মানুষদের সেবা দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। ইতোমধ্যে মারা গেছেন অনেক ত্যাগী নেতা, এমপি ও মন্ত্রী। তারপরও থেমে নেই মুজিব সৈনিকদের মানবসেবা।

বর্তমানে দেশ বন্যা কবলিত। হাজার হাজার মানুষ পানিবন্দি। তাদের জীবণ দুর্বিসহ। এমন পরিস্থিতিতেও বঙ্গবন্ধুর সৈনিকরা জনগণের পাশে আছে। রাত-দিন কাজ করে অসহায়দের হাতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে নিশ্চিত করছে সব ধরনের সেবা।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তৃতীয় অর্থনৈতিক বিপ্লব শেখ হাসিনার নেতৃত্বে করতে আমরা প্রস্তুত দাবি করে পলক বলেন, এই দেশ আর দেশের মানুষের সত্যিকারের উন্নয়ন ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচিয়ে রাখতে হলে তার মতো কাজ করতে হবে।

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ৮৮৬

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড