• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন ডিজি যোগদানের পরদিনই ২৮ কর্মকর্তা বদলি

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২০, ১৩:১৪
স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর (ছবি: সংগৃহীত)

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমের যোগদানের পরদিনই ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অধিদপ্তরের বিভিন্ন পদে থাকা ওই কর্মকর্তাদের বদলি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদের কোনো কর্মকর্তা নেই। সবাই জুনিয়র পর্যায়ের চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরও জোরালো করার জন্য তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এক চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে অন্য চিকিৎসাপ্রতিষ্ঠানে বদলি করা হয়।

করোনাভাইরাস মহামারীতে বিভিন্ন কেলেঙ্কারির কারণে সমালোচনার মুখে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ডিজির পদ ছাড়তে বাধ্য হন। এরপরই বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের এক আদেশে ডা. খুরশীদ আলমকে অবিলম্বে মহাপরিচালক পদে যোগ দিতে বলা হয়। এর আগে এ অধিদপ্তরের সচিব ও পরিচালককে বদলি করা হয়।

আরও পড়ুন : সংসদ সদস্য ইসরাফিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডা. খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড