• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার কবলে ৭৬২ আনসার সদস্য

  নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই ২০২০, ২২:৩৭
অধিকার
ছবি : সংগৃহীত

করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত এ বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২ জনে। সারাদেশের তুলনায় রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।

করোনা পরিস্থিতিতে সব সদস্যকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

মঙ্গলবার (৭জুলাই) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে এ বাহিনীতে আক্রান্ত হয়েছেন সাতজন। এ বাহিনীতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৭৬২ জন।

আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ১০ জন, ব্যাটালিয়ন আনসার ২৫৪ জন, নারী আনসার ৩ জন, সাধারণ আনসার ৪৫৮ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ১৩ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ৬ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন, হিল আনসার ৪ জন এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ৩ জন।

এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন এবং ঢাকার বাইরে ৩২৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ১৬৮ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬১ জন সদস্য।

করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর ৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত তিনজন কর্মকর্তাসহ মোট ৪৩০ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৬ শতাংশের চেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ সবাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড