• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট অক্টোবরে

  নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই ২০২০, ২১:৫৩
সরাসরি ফ্লাইট অক্টোবরে
সরাসরি ফ্লাইট অক্টোবরে

চলতি বছরের অক্টোবর থেকে ঢাকা থেকে সরাসরি কানাডার টরেন্টোতে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইসঙ্গে টরেন্টো থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও ফ্লাইট ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপক পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন।

বিমানের ব্যবস্থাপক পরিচালক বলেন, ‘কানাডার সাথে আমাদের এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী উইন্টার সিডিউলে কানাডার টরেন্টোর সাথে ফ্লাইট চালু করবো। ইন্টারন্যাশাল রুটে বছরে দুটি সিডিউল হয়। একটি সামার সিডিউল আরেকটি উইন্টার শিডিউল। উইন্টার শিডিউল সময় অক্টোবর মাসে।’

মোকাব্বির হোসেন জানান, বাংলদেশের থেকে কোনো যাত্রী নিউইয়র্ক বা আমেরিকার যেকোন জায়গায় যেতে চাইলে টরেন্টো হয়ে যেতে পারবে। যাত্রীর কাছ থেকে নিউইয়র্ক বা আমেরিকার অন্য ডেস্টিনেশনের টাকা নেওয়া হবে।

আমরা শুধু ঢাকা থেকে টরেন্টো পর্যন্ত যাত্রী পৌঁছে দেব। যুক্তরাষ্ট্রের ফ্লাইটের টাকা বিমানের কাছেই একবারে পরিশোধ করতে হবে বলেন বিমানের ব্যবস্থাপক পরিচালক।

আশা করা হচ্ছে, আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকা-টরেন্টোয় বিমান ওড়ানো শুরু করবে রাষ্ট্রয়ত্ত বিমান সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড