• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে করোনা আক্রান্ত তুলনামূলক বাড়ছে

  নিজস্ব প্রতিবেদক

২৭ জুন ২০২০, ১৬:৩৬
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

রাজধানী ঢাকাসহ সারাদেশের ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা কম হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা থেকে আজ (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ৫৮টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে ১৫ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে তিন হাজার ৫০৪ জনের মধ্যে।

এর পূর্ববর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৫ জুন সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ৬৬টি ল্যাবে ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৯৮টি। এদিন করোনা শনাক্ত হয় তিন হাজার ৮৬৮ জনের দেহে।

সংগৃহীত নমুনা পরীক্ষার পরিসংখ্যানগত বিবেচনায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দেখা যায়, গতকালের আক্রান্তের হার ছিল ২০.৯১% আর আজকের আক্রান্ত্রের হার ২৩. ১২%। সে হিসাবে আক্রান্ত বেড়েছে ২.১২%।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড