• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি

  অধিকার ডেস্ক

২৬ জুন ২০২০, ২৩:৫০
ফাইল ছবি
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ প্রতিরোধে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরাও। ছোঁয়াচে এই রোগের বিস্তার ঠেকাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘সতর্ক’ থেকেও সংক্রমণ এড়াতে পারছেন না তারা।

পুলিশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৯১ জন। আর এখন পর্যন্ত সারাদেশে ৯ হাজার ৮৬৯ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩৭ জনের।

দেশে গত ৮ মার্চ করোনার সংক্রমণের পর থেকে একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা।

পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বর্তমানে সারাদেশে পুলিশের মোট ৯ হাজার ৮৬৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারও এই সংখ্যা ছিল ৯ হাজার ৫৭৮ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বাহিনীতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯১ জন।

আর করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন চার হাজার ১৮৮ জন। এছাড়া শুক্রবার বিকাল পর্যন্ত ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। তবে মোট আক্রান্তের অর্ধেকের বেশি সদস্য সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপিতে দুই হাজার ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা কমাতে বাহিনী প্রধান ড. বেনজীর আহমেদ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার নির্দেশনায় বেসরকারি হাসপাতাল ভাড়াসহ সব পুলিশ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে।

এদিকে দেশে আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। আর মোট হয়েছে এক হাজার ৬৬১ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড