• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃষ্টিতে কমবে ভ্যাপসা গরম 

  নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২০, ১৫:৫০
ভ্যাপসা গরম
প্রচণ্ড ভ্যাপসা গরমে জনজীবন (ছবি: সংগৃহীত)

কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর আজ শুক্রবার ঢাকার কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। টানা বৃষ্টি হলে গরমের এই তীব্রতাও কমে আসবে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা এবং আকাশে অনেক মেঘ থাকার পরও বৃষ্টি না হওয়ার কারণে গত কয়েকদিন ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। শুক্রবার জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমে এসেছে।

তিনি বলেন, আজ ঢাকার কিছু কিছু এলাকায় এবং আাগামীকাল শনিবার আরও বেশকিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। টানা বৃষ্টি হলে গরমের এই তীব্রতাও কমে আসবে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮, ময়মনসিংহে ৩২.৫, চট্টগ্রামে ৩৩, সিলেটে ৩৩.৮, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৯.৭, খুলনায় ৩৫.৫ এবং বরিশালে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড