• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইনমন্ত্রী সুস্থ আছেন, করোনা নেগেটিভ

  নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২০, ১৯:১৫
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটেছে যে, আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়।’

বৃহস্পতিবার (৪ জুন) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ‘প্রকৃত সত্য হলো, বুধবার (৩ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরোনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।’

‘চ্যানেলটিতে আইনমন্ত্রীর ওই বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে, আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনো কোনো সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চত করেছেন আইনমন্ত্রী।’

এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ। আল্লাহর রহমতে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তার সব দাফতরিক কাজ করছেন— বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে প্রধান বিচারপতি করোনায় আক্রান্ত— এমন গুজবও ছড়িয়ে পড়ে। ওই সময় আইনমন্ত্রী নিজে বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন এবং তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নন। গত ২৩ মে উনি করোনা পরীক্ষা করিয়েছিলেন, রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে বুধবার মন্ত্রী এমন তথ্য জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড