• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের আরও চার হোতা আটক

  নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২০, ১১:৫৫
লিবিয়ায় মানব পাচার
লিবিয়ায় মানব পাচার (ছবি : সংগৃহীত)

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মানব পাচারকারী চক্রের আরো চার হোতাকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৩ জুন) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। র‌্যাব-১৪, সিপিসি ৩, ভৈরব ক্যাম্পে বিফ্রিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে লিবিয়ায় মানব পাচার ও ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানব পাচার সংশ্লিষ্ট ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর আগে রবিবার রাতে রাজধানীর একটি এলাকা থেকে ৫৫ বছর বয়সী কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। লিবিয়ায় মানব পাচারের সঙ্গে কামালের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মানব পাচারকারী চক্র বাংলাদেশিসহ কয়েকটি দেশের অভিবাসীদের লিবিয়ার মিজদা শহরে জিম্মি করে রেখেছিল। একপর্যায়ে ওই চক্রের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হলে এক মানব পাচারকারী নিহত হন। এর জেরে ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হন ১১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড