• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁচাবাজারে একমুখী রাস্তা

  নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২০, ০৯:২৪
স্থায়ী কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা
স্থায়ী কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালু (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালুর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. বেনজীর আহমেদ। পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু করা হবে। এই ব্যবস্থাপনার মাধ্যমে কাঁচাবাজারগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালুর বিষয়ে ডিএমপি মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. রওশানুল হক সৈকত বলেন, ‘নবনিযুক্ত আইজি স্যার এটা ট্রাই করার জন্য সব ইউনিটকে পরামর্শ দিয়েছেন। বলেছেন দেখার জন্য, এতে সুফল পাওয়া যায় কিনা? আমরা কাজ শুরু করেছি। এটা সম্পূর্ণ নতুন বিষয়। এখন কীভাবে মানুষকে দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থাপনায় অভ্যস্ত করানো যায় সে জন্য আমরা কাজ করছি।’

আরও পড়ুন : রাজধানীর দুই সিটির যেসব এলাকায় করোনা শংক্রমণ

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. মাসুদুর রহমান বলেন, স্বীকৃত ও স্থায়ী কাঁচাবাজারগুলোতে এ ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে একমুখী চলাচল ব্যবস্থাপনা মেনে চলার জন্য নগরবাসীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড