• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোগী পরিবহনে ডিসিদের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা 

  নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২০, ১০:০৩
স্বাস্থ্য মন্ত্রণালয়
স্বাস্থ্য মন্ত্রণালয় (ফাইল ফটো)

প্রত্যেক জেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য দুটি ও রোগী পরিবহনের একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখতে সব জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় দেশের প্রত্যেক জেলায় জেলা প্রশাসকদের আহ্বায়ক করে একটি করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা-আক্রান্ত রোগী শনাক্ত করার জন্য ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি ‘টেস্ট ল্যাব’ স্থাপন করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

এদিকে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনসহ) সব শাখা ও অধিশাখা খোলা রাখতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড