• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুদক পরিচালকের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

  নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২০, ১২:০৩
দুদক পরিচালকের মৃত্যু
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও দুদক পরিচালক জালাল সাইফুর রহমানে প্রয়াত জালাল সাইফুর রহমান (ফাইল ফটো)

দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক শোকবার্তায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জালাল সাইফুর ছিলেন একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা। তিনি ছিলেন দেশ ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো। প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনও জালাল সাইফুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

জালাল সাইফুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক গণমাধ্যমে পাঠানো বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী ও সন্তান

আজ (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জালাল সাইফুর। গত ২৯ মার্চ হাঁচি, জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।‌

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড