• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে কলকারখানা চালু রাখা যাবে

  নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২০, ১৫:০৮
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ছবি : সংগৃহীত)

শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প করখানা খোলা রাখা যাবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ রয়েছে। যারা শিল্প কলকারখানা সচল রাখতে আগ্রহী ও করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন- পার্সোনাল প্রটেকটিড ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড ওয়াস/স্যানিটাইজার, ওষধপত্র ইত্যাদি উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণ সাপেক্ষে শিল্প কলকারখানা চালু রাখতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআর কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে মালিকগণ কলকারখানাসমূহ সচল রাখতে পারবেন।

আরও পড়ুন : ৫ এপ্রিল খুলবে পোশাক কারখানা

তবে কারখানায় প্রবেশের পূর্বে থার্মাল স্ক্যানার ব্যবহারের মাধ্যমে শ্রমিকের দেহের তাপমাত্রা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করতে হবে। কোন শ্রমিকের দেহে করোনাভাইরাস সংক্রমণের ন্যূনতম উপসর্গ দেখা দিলে তাকে সংগনিরোধের ব্যবস্থা গ্রহণের পাশাপশি চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা মালিকগণকে গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড