• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোসলের পর উঠে গেল কোয়ারেন্টিনের সিল

  অধিকার ডেস্ক

২২ মার্চ ২০২০, ১৮:১৯
সিল
সিল দেওয়ার সময়ের এবং গোসলের পরের ছবি (ছবি : সংগৃহীত)

রাজশাহীর গণমাধ্যমকর্মী এমএ আমিন রিংকু এক মাসের প্রশিক্ষণে গিয়েছিলেন ভারতে। শনিবার (২১ মার্চ) দুপুরে নেমেছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। আর তখন তার হাতে হোম কোয়ারেন্টিনের একটি সিল লাগিয়ে দেওয়া হয়। কিন্তু একবার গোসলের পরই রিংকুর হাতের সিল প্রায় উঠে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন হোম কোয়ারেন্টিনে থাকা রিংকু।

তিনি ফেসবুকে সিল দেওয়ার সময়ের এবং গোসলের পরের দুটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘একবার সাবান-জলে স্নান করতেই সিলমোহরের এই অবস্থা! মহামান্যরা বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইলো।’

রিংকু জানান, শনিবার দুপুরে তিনি ঢাকায় আসেন। রাতে রাজশাহী ফিরে বাসায় গোসল করেন। তখনই সিল প্রায় মুছে যায়। রবিবার (২২ মার্চ) সকালে ঘুম থেকে উঠে দেখেন সিল আরও অস্পষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন : করোনায় সংক্রমিত নতুনদের সম্পর্কে যা বললেন আইইডিসিআর

প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশনা অমান্য করলে করা হচ্ছে জরিমানা। কিন্তু তারপরেও অনেকে কোয়ারেন্টিন মানছেন না। এজন্য বিদেশ থেকে ফেরার পরই বন্দরগুলোতে ইমিগ্রেশন পুলিশ যাত্রীর হাতে সিল দিচ্ছে, যেন বাড়ি ছেড়ে বাইরের পরিবেশে গেলেও তাকে শনাক্ত করা যায়।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড