• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় রেলের টিকিট বিক্রির নিয়ম পরিবর্তন

  নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২০, ১৭:২১
টিকিট
টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা (ফাইল ফটো)

মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এতদিন ধরে আন্তঃনগর অগ্রিম টিকিট ১০ দিন আগে কাটা যেত। কিন্তু সোমবার (২৩ মার্চ) থেকে তা পাঁচ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কোনো কারণে ট্রেন চলাচল বন্ধ করার পরিস্থিতি হলে কিংবা ট্রেনের চলাচল কমিয়ে ফেলার প্রয়োজন হলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হলে এই টাকা ফেরত দেওয়ার ঝামেলা অনেক বেড়ে যাবে। যে কারণে অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে রেলওয়ের কিছু কর্মীর জ্বর-সর্দি শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুন : দেশে করোনায় আক্রান্ত বেড়ে ২৭

করোনার আতঙ্কে গত দুই দিন ধরে রেলওয়ের যাত্রীসংখ্যা একেবারেই কমে গেছে। কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারগুলো বলতে গেলে ফাঁকা। যাত্রী স্বল্পতায় গত দুই দিনে রেলের আয় কমেছে। তবে ট্রেন বন্ধ করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। রেলের আয় নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রবিবার বৈঠক করেছেন। সেই বৈঠকেও ট্রেন বন্ধ করার মতো কোনো সিদ্ধান্ত আসেনি।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড