• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় বিদেশে মৃত্যু হলে সেখানেই দাফনের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

  অধিকার ডেস্ক

২২ মার্চ ২০২০, ১৭:১১
ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের কোনো নাগরিকের বিদেশে মৃত্যু হলে সেখানেই দাফনের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে আমরা অনুরোধ করব, সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় মরদেহ সহজেই দেশে আনা সম্ভব নয়। এছাড়া মরদেহ আনতে ব্যয়ও অনেক বাড়বে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, চীন থেকে করোনায় আক্রান্ত রোগী শনাক্তে কিট ও চিকিৎসা সরঞ্জাম আনতে চার্টার ফ্লাইট খোঁজা হচ্ছে। আমরা চীন দূতাবাসকে জানিয়েছি, চার্টার ফ্লাইটে আনলে দ্রুত আনা সম্ভব। তারা খুঁজে দেখছেন।

আরও পড়ুন : করোনা প্রতিরোধে সার্ক ফান্ডে দেড় মিলিয়ন ডলার দেবে বাংলাদেশ

বাংলাদেশে থাকা ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার ফ্লাইটে যেতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ঢাকার ইউরোপীয় মিশনগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছি, তারা চাইলে চার্টার ফ্লাইটে তাদের এ নাগরিকদের পাঠাতে পারবেন। আমরা সেই অনুমতি দেব।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড