• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ

  নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২০, ২০:৩০
দর্শনার্থী নিষিদ্ধ
হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ (ছবি : সংগৃহীত)

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২১ মার্চ) সকল বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতি ব্যবস্থাপনার অংশ হিসেবে করোনার বিস্তার রোধে হাসপাতালগুলোতে ভিজিটিং সময় স্থগিত করা হল।

এতে আরও বলা হয়েছে, রোগীর সাথে এটেন্ডেন্ট নিরুৎসাহিত করতে হবে এবং অতি প্রয়োজনে একজন রোগীর সাথে একজন এটেনডেন্ট থাকার অনুমতি দেয়া যেতে পারে।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। যে দুজন মারা গেছেন তারা কেউ বিদেশফেরত নন। প্রবাসফেরতদের কারো না কারো মাধ্যমে সংক্রমিত হয়ে তারা মারা যান।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড