• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভয়ে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা

  অধিকার ডেস্ক

০৯ মার্চ ২০২০, ০৯:০৭
কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যেতে পারে এমন ভয় থেকে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

দেশটির কর্তৃপক্ষ রবিবার (৮ মার্চ) এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের।

রয়টার্সের খবরে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রতিরোধে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আজ সোমবার (৯ মার্চ) থেকে কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ১৪ দেশ হলো- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রিলংকা, সিরিয়া এবং থাইল্যান্ড।

ইতোমধ্যে সতর্কতার অংশ হিসেবে কাতার এয়ারওয়েজ ইতালিতে এবং ইতালি থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন : সন্ধ্যায় আ. লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। কাতারেও পাওয়া গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। এখন পর্যন্ত এ রোগে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ জন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড