• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনার বাংলা গড়তে স্কাউটরা বলিষ্ঠ ভূমিকা রাখছে : ভূমিমন্ত্রী

  কক্সবাজার প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪
স্কাউট ক্যাম্প
স্কাউট ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রীসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

সোনার বাংলা গড়তে স্কাউটরা বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, স্কাউট থেকে জীবনে অনেক কিছু শিখার আছে। জীবনে চলতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। এই স্কাউটের মতো ক্যাম্প থেকে সুন্দর, আদর্শ, দেশপ্রেমিক সুনাগরিক তৈরি হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কক্সবাজারের টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কে দেশি-বিদেশি স্কাউটদের নিয়ে দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, যা সারা পৃথিবীতে এখন অনুকরণীয়। এই পথচলায় স্কাউটরা বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ স্কাউটস আয়োজিত দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পের সাংগঠনিক কমিটির সভাপতি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তৃতা দেন স্কাউট ক্যাম্পের চিফ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

এ সময় উপস্থিত ছিলেন— টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন : ঢাকায় ডেঙ্গু ঝুঁকিতে যেসব এলাকা

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত স্কাউট ছাড়াও যুক্তরাজ্য, নেপাল ও ভারতের স্কাউটরা অংশগ্রহণ করেন এই ক্যাম্পে। ২০২১ সালের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরি সাবরাংয়ে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশ ও জাতি গঠনে স্যার রবার্ট স্টিফেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল কর্তৃক ১৯০৭ সালে স্কাউট আন্দোলন প্রতিষ্ঠিত হয়।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড