• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা-১০ আসনের ছয় প্রার্থীকে ডেকেছে ইসি

  নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ছবি : সংগৃহীত)

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচার কী ধরনের হবে তা নিয়ে আলোচনার জন্য ছয় প্রার্থীকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের সঙ্গে বসবে ইসি।

জানা যায়, পলিথিনে মোড়ানো পোস্টার পরিহার ও মাইক বাজানো বন্ধে কী করা যায়- এ নিয়ে তাদের মতামত নেবে ইসি। এখন এই ধরনের আইন করা সম্ভব নয় বলে প্রার্থীদের সঙ্গে সমঝোতা করতে চাইছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এজন্য পাঁচ দফা প্রস্তাবও তৈরি করা হয়েছে। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপিসহ ৬ দলের প্রার্থীকে ডাকা হয়েছে।

ইসির কর্তারা জানান, রবিবার বেলা ১১টায় প্রার্থীদের সঙ্গে বসবেন প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন। ইসির প্রস্তাবের পাশাপাশি প্রার্থীদের প্রস্তাবনা থাকলেও তা পর্যালোচনা করা হবে। সবাই ঐক্যমত থাকলেই নতুন উদ্যোগে কিছু করা সম্ভব।

ইসির তৈরি পাঁচটি প্রস্তাবগুলো হলো-

১. অনুমোদিত মাত্রায় মাইক বা শব্দযন্ত্র ব্যবহার করতে হবে; অনুমোদিত ক্যাম্পে পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা যাবে। ২. পোস্টার ঝুলাতে হবে ইসি নির্ধারিত ২১ জায়গায়; একেকটি জায়গায় পালা করে মাইকিং চালাবে; ৩. শোভাযাত্রা-পদযাত্রা সীমিত করতে হবে; প্রত্যেক প্রার্থীকে নির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করে দেওয়া হবে; ৪. জনসভার জন্য এক বা একাধিক জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে; পর্যায়ক্রমে অনুমোদন নিয়ে সভা করতে হবে; ৫. তোরণ, ফুটপাতে ক্যাম্প, রাস্তায় পথসভা করা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন : আসছে স্বর্ণ-রৌপ্য মুদ্রা ও ২০০ টাকার নোট

২১ মার্চ ভোটের দিন সামনে রেখে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বুধবার। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ শেষে ১ মার্চ প্রতীক বরাদ্দ হবে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড