• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্লিকেই জানা যাবে লোকসংখ্যা : পরিকল্পনামন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ১৭:৪৪
পরিকল্পনা মন্ত্রী
সভায় বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (ছবি : সংগৃহীত)

এক ক্লিকেই বাংলাদেশের লোকসংখ্যা জানার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে একটি মোবাইল অ্যাপস চালু হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় নগরের সার্কিট হাউসে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য দেন।

এম এ মান্নান বলেন, জনশুমারি ও গৃহগণনা করতে গিয়েও কিছু ভুল হয়। কারণ কেউ তো ভুলের উর্ধ্বে নয়। কিন্তু আমরা এবার খুব নিখুঁতভাবে জনশুমারি ও গৃহগণনা করতে চাই। যারা এ কাজে সম্পৃক্ত হবেন তাদের আগের চেয়ে চারগুণ সম্মানি ভাতা দেওয়া হবে।

তিনি বলেন, মুজিববর্ষের মধ্যেই আমরা জনশুমারির একটা সংখ্যা নিয়ে আসতে পারব। অনেকে ক্যালেন্ডার ইয়ার অনুসরণ করতে বললেও আমি ক্যালেন্ডার ইয়ারের পক্ষে নয়। কারণ আমাদের বছর জুন-জুলাই হওয়ার কারণে অনেক সময় ব্যতিক্রম লাগে।

বিশ্বব্যাংক, জাতিসংঘ ও আইএমএফসহ আন্তর্জাতিক অনেক সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কোড করে জানিয়ে তিনি বলেন, আমাদের পরিসংখ্যান ব্যুরো এখন বিশ্বমানের।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড