• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে অপরাধ বন্ধে ‘রিপোর্ট টু বিজিবি’

  নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২০, ১৮:১৩
বিজিবি
‘রিপোর্ট টু বিজিবি’ উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি (ছবি : সংগৃহীত)

সীমান্ত অপরাধ দমনে ‘রিপোর্ট টু বিজিবি’ নামে মোবাইল অ্যাপ ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কার্যক্রম শুরু হয়েছে।

মোবাইল অ্যাপ ভিত্তিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার ‘রিপোর্ট টু বিজিবি’ বিজিবি দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

বিজিবি বলছে, এই অ্যাপসটির মাধ্যমে বাংলাদেশের যে কেউ মানুষ যে কোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে সীমান্ত অপরাধ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে পারবে। এতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আক্রমণ, সোশ্যাল মিডিয়া ওয়াচ এবং গ্রেপ্তারসহ সীমান্তভিত্তিক নানা অপরাধে কার্যকরী ফল মিলবে। এ সংক্রান্ত বিষয়ে বিজিবি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ দেশের সকল পর্যায়ের মানুষকে সেবা প্রদান করা সহজতর হবে।

যেভাবে ব্যবহার করতে হবে অ্যাপ্লিকেশনটি—

অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে গুগল ‘প্লে-স্টোর’ এবং অ্যাপল ডিভাইসে ‘অ্যাপ-স্টোর’ থেকে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ‘ওপেন’ করতে হবে।

অপরাধের ধরন (সীমান্ত হত্যা, মানব পাচার, মাদকদ্রব্য, চোরাচালান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্ত্রাসী আক্রমণ, সোশ্যাল মিডিয়া ওয়াচ, গ্রেপ্তার ও অন্যান্য) হতে তথ্য অনুযায়ী নির্বাচন করতে হবে।

অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে ক্যামেরা আইকনে ক্লিক করে অপরাধ দৃশ্যের ছবি তুলতে হবে অথবা গ্যালারি থেকে অপরাধ দৃশ্যের ছবি নির্বাচন করতে হবে।

অপরাধের দৃশ্যটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে অপরাধ সংগঠিত হওয়ার জেলা এবং থানা নির্বাচন করতে হবে। তথ্য প্রদানকারী ইচ্ছা অনুযায়ী নিজের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবেন। সবশেষ ‘সেন্ড’ আইকনে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড