• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তথ্যমন্ত্রী ভারত যাচ্ছেন সোমবার

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ২১:০৩
তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চার দিনের সফরে আগামী সোমবার (১৩ জানুয়ারি) ভারত যাচ্ছেন। এই সফরে দুই দেশের তথ্যখাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নয়া দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ড. হাছান মাহমুদ।

রবিবার (১২ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে পুরো ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন : খোকনকে অন্যরকম পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো গোটা ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হয়।

বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম রূপায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে ভারতের হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী। মন্ত্রীর সফরসঙ্গী হবেন বিএফডিসি, বেতার ও মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড