• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শূন্য ঘোষণা তাপসের আসন

  অধিকার ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৮:৩৭
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (ছবি : সংগৃহীত)

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সংসদীয় আসন (ঢাকা-১০) শূন্য ঘোষণা করে সংসদকে অবহিত করলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া চারটায় জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। এর পরই স্পিকার সংসদকে বিষয়টি অবহিত করেন।

স্পিকার শিরীন শারমিন সংসদে বলেন, গত ২৯ জানুয়ারি এমপি শেখ ফজলে নূর তাপস ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশগ্রহণের জন্য আমার কাছে পদত্যাগপত্র দেন। বিধি অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। ফলে আসনটি শূন্য হয়েছে। বিধি অনুযায়ী সংসদকে বিষয়টি অবহিত করা হলো।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের চলতি অধিবেশনে সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন— অধাপক আলী আশরাফ, শহীদুজ্জামান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশিদ ও সৈয়দা জাকিয়া নূর।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের ক্রমানুসারে তারা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বৈঠকে সংসদের এ অধিবেশন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলানোর সিদ্ধান্ত হয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড