• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশেষ অবদান, পুরস্কৃত হলেন যেসব পুলিশ কর্মকর্তা

  নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:২৭
বিশেষ অবদানের জন্য এক পুলিশ অফিসারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডিএমপি কমিশনার
এক পুলিশ অফিসারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের জন্য পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিয়ে থাকে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী পুলিশ অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইমলাম।

চলতি বছরের নভেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে লালবাগ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. আবুল হাসান পিপিএম, অফিসার ইনচার্জ শাহবাগ থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক পুলিশ পরিদর্শক (তদন্ত) বাড্ডা থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদ শরীফুল ইসলাম পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদপুর থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই পাবেল মিয়া সদরঘাট পুলিশ ফাঁড়ি ও এসআই মো. সারোয়ার জাহান, মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মো. হেলাল উদ্দিন, মতিঝিল থানা ও এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মো. সারোয়ার জাহান, মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মো. শাহীন ফকির, অফিসার ইনচার্জ, বংশাল থানা ও শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার এসআই মো. মনির হোসেন, গুলশান থানা।

ডিএমপির গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা-উত্তর বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম, সহকারী পুলিশ কমিশনার, গাড়ি চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-পূর্ব, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম গাড়িচুরি উদ্ধার ও প্রতিরোধ টিম, ডিবি-উত্তর অতিরিক্ত উপপুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম বিমানবন্দর জোনাল টিম ডিবি-উত্তর অতিরিক্ত উপপুলিশ কমিশনার মহরম আলী, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম গাড়ি চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-পূর্ব সহকারী পুলিশ কমিশনার শিকদার মো. হাসান ইমাম, অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম মো. সোলায়মান মিয়া, সহকারি পুলিশ কমিশনার, রোবারি প্রিভেনশন টিম, ডিএমপি।

ডিএমপির ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্রাফিক-দক্ষিণ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস সহকারী পুলিশ কমিশনার, কোতয়ালী ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মো. ইসমাইল করিম, ইন্সপেক্টর কোতয়ালী ট্রাফিক জোন, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট সাহানা আক্তার, রমনা ট্রাফিক জোন ও সার্জেন্ট মো. তানভীর হাসান, মিডিয়া শাখা, ট্রাফিক-পূর্ব বিভাগ।

সেপ্টেম্বর মাসে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্তে পুরস্কারপ্রাপ্তরা হলেন—অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুন নাহার (শ্যামপুর জোন), সহকারি পুলিশ কমিশনার মো. হান্নানুল ইসলাম (ওয়ারী জোন), অফিসার ইনচার্জ, বংশাল থানা মো. শাহীন ফকির, অফিসার ইনচার্জ ডেমরা থানা মো. সিদ্দিকুর রহমান ও অফিসার ইনচার্জ হাজারীবাগ থানা মো. ইকরাম আলী।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন—আইএডি বিভাগ, স্পেশাল অ্যাকশন গ্রুপ, প্রটেকশন বিভাগ, অর্থ বিভাগ, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ডাকাত দলের চারজন সদস্য গ্রেফতার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন, গুলশান জোনাল টিম, (হত্যা মামলার আসামি গ্রেফতার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (জালিয়াতি চক্রের সক্রিয় ছয়জন আসামি গ্রেফতার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, উত্তরা জোনাল টিম, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান কোতয়ালী জোনাল টিম, গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, (ডাকাত গ্রেফতার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আহসান খান ধানমন্ডি জোনাল টিম, গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, (হত্যা মামলার আসামি গ্রেফতার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ বশির উদ্দিন, ওয়ারী জোনাল টিম, গোয়েন্দা (পূর্ব) বিভাগ, (হত্যা মামলার আসামি গ্রেফতার) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা, পল্লবী জোনাল টিম, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (হত্যা মামলার আসামি গ্রেফতার) সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জুলফিকার আলী, খিলগাঁও জোন, মতিঝিল বিভাগ, (ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার) সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. খায়রুল আমিন, মিরপুর জোন, মিরপুর বিভাগ, (নব্য জেএমবির চারজন সদস্য গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন, কাউন্টার টেরোরিজম বিভাগ, (নব্য জেএমবির সদস্য গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুর, কাউন্টার টেরোরিজম বিভাগ।

(জালটাকা উৎপাদনকারী ছয়জন গ্রেফতার) সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (চোরাই ১১৩টি মোবাইল উদ্ধার) সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান, গাড়ি চুরি/ ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (লুণ্ঠিত মালামাল উদ্ধার) মো. সোলায়মান মিয়া, সহকারি পুলিশ কমিশনার, রোবারি প্রিভেনশন টিম সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (প্রশ্নপত্র ফাঁসকারী সাতজন সদস্য গ্রেফতার) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হক অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (প্রতারক গ্রেফতার) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম, (প্রতারক গ্রেফতার) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল, মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম, (হত্যা মামলার আসামি গ্রেফতার) অফিসার ইনচার্জ হাজারীবাগ থানা মো. ইকরাম আলী মিয়া, রমনা বিভাগ, (আমেরিকান ডলার উদ্ধার) অফিসার ইনচার্জ দারুস সালাম থানা মো. আসলাম উদ্দিন মিরপুর বিভাগ, (গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবু দক্ষিণখান থানা উত্তরা বিভাগ, (চুরি মামলার আসামি গ্রেফতার) পুলিশ পরিদর্শক (অপারেশনস) মুহা. আসলাম উদ্দিন মোল্লা, লালবাগ থানা।

(চুরি মামলার আসামি গ্রেফতার) পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মো. সাইহান ওলিউল্লাহ, বনানী থানা, (ফেসবুকে নারী উত্যক্তকারি গ্রেফতার) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস এম শাহজালাল সাইবার ট্রান্সন্যাশনাল ক্রাইম সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, (ভিকটিম উদ্ধার) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কুইন আক্তার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, (ভিকটিম উদ্ধার) এসআই (নিরস্ত্র) মো. ফজলুল করিম কামরাঙ্গীরচর থানা, (ছিনতাই হওয়া মালামাল উদ্ধার) এসআই (নিরস্ত্র) শাহাদত হোসেন, ডেমরা থানা, (হত্যা মামলার আসামি গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. হারুন অর রশিদ, ওয়ারী থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. নাসির উদ্দিন ডেমরা থানা, (হত্যা মামলার আসামি গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. আরসেল তালুকদার, খিলগাঁও থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. আলাউদ্দিন, পল্টন মডেল থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. শাহীন মিয়া, পল্টন মডেল থানা, (চুরি মামলার আসামি গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন তেজগাঁও শিল্পাঞ্চল থানা, (চোরাইগাড়ি উদ্ধার) এসআই (নিরস্ত্র) মো. আতিকুর রহমান, কাফরুল থানা, (চোরাই মালামাল উদ্ধার) এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম, মিরপুর মডেল থানা, (ভিকটিম উদ্ধার) এসআই (নিরস্ত্র) এস এম আল মামুন, কাফরুল থানা, (চোরাই মালামাল উদ্ধার) এসআই (নিরস্ত্র) মো. জহির রায়হান ভাটারা থানা, (হত্যা মামলার আসামি গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হুদা, ভাটারা থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. আলী হাসান, ভাটারা থানা, (প্রতারক গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. রাজীব তালুকদার, বনানী থানা।

(ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মোহাম্মদ বিল্লাল, ভাটারা থানা, (টাকা আত্মসাৎকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. মামুন মিয়া, গুলশান থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. এস এম আবু রায়হান ক্যান্টনমেন্ট থানা, (চুরি মামলার আসামি গ্রেফতার) এসআই (নিরস্ত্র) মো. শামীম হোসেন, গুলশান থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই (নিরস্ত্র) রিপন কুমার খিলক্ষেত থানা, (চোরাই মোটরসাইকেল উদ্ধার) এসআই (নিরস্ত্র) মো. রাসেল পারভেজ, খিলক্ষেত থানা, (ভিকটিম উদ্ধার) এসআই (নিরস্ত্র) মো. হাসানুজ্জামান শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, (ধর্ষণ মামলার আসামি গ্রেফতার) নারী এসআই (নিরস্ত্র) আঙ্গুরা আক্তার সীমা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেষ্টিগেশন বিভাগ, (চোরাই মোটরসাইকেল উদ্ধার) সার্জেন্ট মো. নাজমুল হক গুলশান ট্রাফিক জোন, (ছিনতাইকারী গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট বাদল কুমার চক্রবর্তী, সবুজবাগ ট্রাফিক জোন, (ছুরিসহ আসামি গ্রেফতার) এএসআই (নিরস্ত্র) রাশেদা খাতুন, সবুজবাগ ট্রাফিক জোন, (ভিকটিম উদ্ধার) এএসআই (নিরস্ত্র) মো. মাহফুজুর রহমান কাফরুল থানা, (চুরি যাওয়া ২১টি মোবাইল উদ্ধার) এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল কাদির, গুলশান থানা, (বিশেষ পুরস্কার) নারী কং/৪১৫৩ খায়রুন্নাহার চৌধুরী ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ, ডিএমপি, ঢাকা।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড