• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

সভাপতি মতিন আব্দুল্লাহ, সম্পাদক ফয়েজ

  নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৩
সভাপতি মতিন আব্দুল্লাহ, সম্পাদক ফয়েজ
সভাপতি মতিন আব্দুল্লাহ, সম্পাদক ফয়েজ (ছবি : সংগৃহীত)

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২০-২১) সভাপতি পদে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এসএম ফয়েজ নির্বাচিত হয়েছেন।

আজ (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টের প্লাটিনাম হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কামরুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু, সাংগঠনিক সম্পাদক পদে যায় যায় দিনের স্টাফ রিপোর্টার ফয়সাল খান, দপ্তর সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার তালুকদার বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার হাসান ইমন, কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শাহেদ মতিউর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা পদে দৈনিক ভোরের ডাকের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— রেডিও আমারের স্টাফ রিপোর্টার অন্তু মুজাহিদ, ডেইলি নিউ এজের স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজহারুজ্জামান লিমন, ডেইলি সানের স্টাফ রিপোর্টার রাশিদুল হাসান ও বাংলাদেশ পোস্টের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান বাঁধন ।

ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি অমিতোষ পাল। অপর দুজন নির্বাচন কমিশনার ছিলেন- দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার ফিরোজ মান্না ও যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট আব্দুল্লাহ তুহিন।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড